নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দেওপাড়া বাজারে এক দুর্ঘটনা দেখতে গিয়ে আরেক দুর্ঘটনার শিকার হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশুর।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিএনজি (হবিগঞ্জ থ ১১-০৩২২) অটোরিকশার দুর্ঘটনার সংবাদ পেয়ে সহপাঠীদের সাথে তা দেখতে ঘটনাস্থলে যায় শিশু মিছবা বেগম (৮) । কিন্তু ওখানে যাওয়ার সাথে সাথেই ঢাকাগামী একটি প্রাইভেট কারের চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তার । সে ওই এলাকার দেওপাড়া গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাকের মেয়ে।
জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের অসহায় দিনমজুর আব্দুর রাজ্জাকের শিশু কন্যা মিছবা বেগম তার সহপাঠীদের সাথে মহাসড়কের উল্লেখিত স্থানে সিএনজি দূর্ঘনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এসময় ঘাতক কারটি পালিয়ে যায়। এদিকে নিহত শিশুটির পরিবারে কান্নার রোল বইছে, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা, পুলিশ আটক করলেও ঘাতক কারটিকে আটক করতে পারেনি।
উল্লেখ্য, ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জের বিভিন্ন স্থানে মহা সড়কে নিষিদ্ধ ঘোষিত সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন পরিবহনে সড়ক দুর্ঘটনায় অনেক প্রাণ অকালেই ঝড়ে গেছে। এসব দুর্ঘটনা ফলে সচেতন নাগরিকরা চালকদের অদক্ষতা ও খামখেয়ালিপনাকেই দায়ী করছেন। তবে, মহা সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দকেরও কমতি নেই।