স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়ক সংলগ্ন পুরাতন হাসপাতাল এলাকায় ফিল্মি স্টাইলে প্রকাশ্য দিবালোকে জোরপূর্বক জমি দখলের ঘটনা ঘটেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়ে দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিকের বাসা।
অভিযোগে জানা যায়, বাসার সামনের একটি রাস্তা নিয়ে গোলাম মোস্তফা রফিকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে ওই এলাকার আব্দুস শহিদ বুলবুলের পুত্র জীবন ও বাধনের। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। প্রতিবারই সালিশ বৈঠকের বিচারকগণ চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে রাখার নির্দেশ দেন। কিন্তু কিছুদিন পূর্বে উল্লেখিত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকদের হামলার শিকার হন সমাচার সম্পাদক রফিক। এতে তিনি গুরুতর আহত হয়ে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনার পর হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের উদ্যোগে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে প্রেসক্লাবে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে বিচারকগণ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের পা ছুঁয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন হামলাকারীদের। ওই সালিশ বৈঠকে হামলার বিষয়টির নিষ্পত্তি হলেও, বিরোধীয় ভূমির বিষয়টি পরবর্তীতে নিষ্পত্তির দায়িত্ব নেন চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল। তখন সিদ্ধান্ত হয়েছিল রাস্তাটি দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি বা কোন ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। এ আদেশ ভঙ্গকারীকে ২৫ হাজার টাকা মুচলেকা দিয়ে পরবর্তী সালিশে বসতে হবে। কিন্তু বিষয়টি সালিশে থাকা অবস্থায় গত বুধবার দুপুর ১২টায় জীবন ও বাধনের নেতৃত্বে ৫০/৬০ জনের একদল দুর্বৃত্ত প্রকাশ্যে দিবালোকে ফিল্মি স্টাইলে জায়গাটিতে টিনের বেড়া দিয়ে সমাচার সম্পাদকের বাসাটি অবরুদ্ধ করে রাখে।