মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।। বহু প্রতিক্ষার পর মাধবপুরে স্থানীয় ও জাতীয় দৈনিকের এক ঝাক মেধাবী সাংবাদিকদের নিয়ে আজ ২৮ ডিসেম্বর সোমবার মাধবপুর কুটুমবাড়ি রেস্টুরেন্ট কন্ফারেন্স হলে এক আলোচনা সভার মাধ্যমে সাংবাদিকদের হাতকে শক্তিশালী করতে “মাধবপুর রিপোর্টার্স ইউনিটি” নামে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির যাত্রা শুরু হয়েছে।
এতে আহ্বায়ক করা হয় এস.এম.আরাফাত (সাবেক সম্পাদক ও কলামিস্ট দৈনিক নয়া পদক্ষেপ, শিক্ষকঃ ব্রাক বিশ্ববিদ্যালয়), যুগ্ম-আহ্বায়ক জনাব এরশাদ আলী-দৈনিক সংবাদ প্রতিক্ষণ এবং মেহেদি হাসান মাসুক বিশেষ প্রতিনি দৈনিক সরেজমিন , সদস্য সচিব জনাব এম এ কাদের, মাধবপুর প্রতিনিধি- মাই টিভি।
এছারাও উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের নাসিরনগর প্রতিনিধি, মোঃ মোযযাম্মিল হক সহ ৩১ জন স্থানীয় ও জাতীয় দৈনিকের প্রতিনিধিগন। পরিশেষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের আধুনিক সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গিকারাবদ্ধ হয়ে সাংবাদিকরা মতামত প্রকাশ করেন।