আজিজুল হক নাসির:চুনারুঘাট উপজেলার সুন্দর পুর গ্রামস্থ আমু চা বাগান রোডে বেপরোয়া ম্যাক্সির ধাক্কায় গ্রামের হামিদুর রহমান৮৫)নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়,গত ২৬ডিসেম্বর দুপুর একটায় আমু বাগান থেকে আমুরোডের দিকে আসা বেপরোয়া ম্যাক্সি হবিগন্জ ০০৫১ রাস্তার ডান পাশে দন্ডায়মান বৃদ্ধ হামিদুর রহমানকে ধাক্কা মেরে ফেলে আমুরোড বাজারে গিয়ে জনতার হাতে আটক হয়।
আটককৃত ড্রাইভার পালিয়ে গেলে জনতা স্থানীয় ইউনিয়ন পরিষদে গাড়িটি হস্তান্তর করে।
আহত হামিদুর রহমানকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানান কর্তব্যরত ডাক্তাররা।শেষ খবর পাওয়া পর্যন্ত আহতকে অশ্ত্রু পাচারের প্রস্তুতি চলছিল বলে জানা যায়।
আটককৃত মেক্সি এরিপোর্ট লেখা পর্যন্ত আহম্মদাবাদ ইউপি প্রাঙ্গনেই পতিত ছিল।