মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় বিএনপি মনোনীত হাবিবুর রহমান মানিকের পক্ষে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ব্যাপক গণসংযোগ করেছেন।
রোববার সকাল ১০টায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি এড.মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে যুবদল নেতৃবৃন্দ পৌর শহরের বিভিন্ন এলাকায় ধানের পক্ষে গণসংযোগ করেন।
এ সময় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি এড.আব্দুল কাইয়ুম, মাধবপুর পৌর বিএনপির সভাপতি,ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী অলিউল্লাহ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুমন চৌধুরী, ইউ/পি চেয়ারম্যান বিএনপি নেতা মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ আলম, সামসুল ইসলাম মামুন, যুবদলের সভাপতি এনায়েত উল্লাহ, সাধারন সম্পাদক কবির চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি হাজী মাসুক মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মোঃ সোহেল, ছাত্রদলের আহবায়ক আলমগীর কবিরসহ শতার্ধিক নেতাকর্মী গণসংযোগে অংশ গ্রহন করেন।