চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাইফুল আলম রুবেলের পক্ষে নৌকা মার্কার সমর্থনে পৌর শহরের ব্যাপক প্রচার-প্রচারণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ কৃষকলীগের নেতৃবৃন্দ।
রোববার সারা দিন ব্যাপী গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি শাহাজাহান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ আহমেদ মিজান, সহ-সভাপতি তোতা মিয়া, জসিম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ-সাধারণ সম্পাদক সজল, শাহজাহান ময়িা, রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সবুজ, লুৎফুর রহমান মিলন, অর্থ সম্পাদক আবজল মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সামছুল হক, মানব বিষয়ক সম্পাদক আঃ হান্নান মেম্বার, পৌর কৃষকলীগ সহ-সভাপতি হানিফ মিয়াসহ উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকলীগের সভাপতি/সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।