এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে জাল টাকাসহ আটক দুই প্রতারক আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। গতকাল রবিবার সন্ধ্যায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-২ এর বিচারক নিশাত সুলতানার আদালতে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়। এ সময় তারা আদালতের নিকট ঘটনা স্বীকার করে তাদের সাথে থাকা অন্যান্যদের নাম প্রকাশ করে। তবে তদন্তের স্বার্থে এ মুর্হুতে তা প্রকাশ করা হবে না বলে জানিয়েছে পুলিশ। এর আগে পুলিশ তাদেরকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে তারা এসব তথ্য স্বীকার করে। গত ২১ ডিসেম্বর বিকালে নবীগঞ্জ উপজেলার শতক বাজারে মৌলভীবাজার জেলার রাজনগর থানার ভুজগুল গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র খালেদ মিয়া (৩৫) মাছ কিনতে গেলে জনতা তাকে আটক করে। এ সময় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ওই এলাকার ইসাপুর গ্রামের আব্দুর রশীদের পুত্র বুলবুল মিয়া (৩০) এর নিকট থেকে সে টাকাগুলো নিয়ে আসে বলে জানায়।
ওইদিন রাতে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বুলবুলকে আটক করে। এ সময় তার ঘর থেকে ১ হাজার টাকার নোটে ৫ লাখ ৪৭ হাজার টাকা উদ্ধার করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রিমাণ্ডে নেয়।