এম এ আই সজিব ॥ বাহুবলে মোটরসাইকেল দূর্ঘটনায় এক গ্যাসফিল্ড কর্মচারীর নিহত হয়েছে। নিহত করিম মিয়া (২৮) চুনারুঘাট উপজেলার কুঠিরগাও গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র।
দুর্ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপর সাড়ে ১২ টার দিকে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মাহাসড়কের ডুবাঐ বাজারে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন কাতার প্রবাসী ইয়াউর মিয়া (২৬) ও মমিন আখঞ্জি (৩০) কে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত করিম মিয়া বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিন্ড থেকে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাহুবল বাজারে যাবার পথে ডুবাঐ বাজারের নিকট পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই করিম মিয়া নিহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।