মিজানুর রহমান সুমন :- পৌর নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলা সংবাদ সম্মেলনে গ্রেফতার কৃত সকল নেতাকর্মির মুক্তির দাবী জানিয়েছেন ইনাম আহমেদ চৌধুরি।
শনিবার সন্ধা ৬টার সময় হবিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এ সময় উপস্তিত ছিলেন কেন্দীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াহ হোসেন জিবন, জেলা বিএনপির সহ সভাপতি এড্য খালিকুজ্জান চৌধুরি, এড্য মন্জুর উদ্দিন শাহিন,যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ এমরান, মিজানুর রহমান চৌধুরি, গোলাম কিবরিয়া চৌধুরি বেলাল, এড্য সালেহ আহমেদ, মহিবুল ইসলাম শাহিন, জালাল আহমেদ, শাহ মশিউর রহমান কামাল, আব্দুল মন্নান, রুবেল আহমেদ চৌধুরি প্রমুখ।
ইনাম আহমেদ চৌধুরি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম সহ সকল আটককৃত নেতা কর্মিদের মুক্তির দাবী জানান। তিনি বলেন এ নির্বাচনে গনতনত্র রক্ষার আন্দোলনের অংশ হিসাবে অংশ নিয়েছে।