চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারী ও পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছের মুক্তির জন্য চুনারুঘাটে মুড়ারবন্দ সৈয়দ নাসির উদ্দিন সিপাহ শালার মাজার শরীফে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এশার নামাজ বাদ চুনারুঘাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ৬নং সদর ইউপি যুবদলের সভাপতি আঃ কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ যুবদল ও অঙ্গসংঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ সাদেকুল ইসলাম।