মোঃ রহমত আলী ॥ যথাযোগ্য মর্যাদায়, আনন্দ, উচ্ছাস-উদ্দিপনায়র মধ্য দিয়ে ও বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে পালিত হয়েছে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) । হবিগঞ্জ মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের আয়েজেনে শনিবার (২৬ডিসেম্বর) সকাল ১০টায় এক যাক-জমকপূর্ণ ভাবে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়।
শহরের চৌধুরী বাজার কেন্দ্রয়ী জামে মসজিদ প্রঙ্গণে সুন্নী মতাদর্শ ও রাছুল প্রেমিক সকল ধর্মপ্রাণ মুসলমনগণ, মসজিদ ভিত্তিক সুন্নী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা সমবেত হন। সেখান থেকে র্যালিটি বের করা হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং-আজমীরী আসনের আমপি মোঃ আব্দুল মজিদ খান ও বাহুবল-নবীগঞ্জ আসনের এমপি এম এ মনিস চৌধুরী বাবু। র্যালটি শহরের প্রধান প্রধান সড়ক পদর্শণ করে। তাছাড়া র্যালিতে অংশ নেন আলিম-উলামায়েকেরাম, ইমাম, হাফেজগণ ও নবী প্রেমিক মুসলমান নেতৃবৃন্দ।
তখন পোরো শহর জনসমুদ্র পরিণত হয়। নবী প্রেমিকেরা মধুর কন্ঠে না’তে রাছুল ও কেরাত পরিবেশন করেন। পরে র্যালিটি জেলা কালেক্টরেট প্রাঙ্গনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদেও সভাপতি মোঃ রইছ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেণ সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এমএ মজি খান ও এম এ মমি চৌধুরী বাবু। অনান্যদেও মাঝে বক্তৃতা করেণ হবিগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ’র প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, পরিচালক মোঃ মিজানুর রহমান মিজান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক মোঃ আতউর রহমান সেলিম প্রমূখ। শেষে বিশ্ব-মুসলিম উম্মায়ের শান্তি কামনায় মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রর্থনা করা হয়।