চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ চুনারুঘাটে পাইকপাড়া আজগর আহাম্মদ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের ফলাফল স্থগিতের আদেশ প্রদান করেছেন হাইকোর্টের বিজ্ঞ বিচারক।
জানাযায়, গত ১৭ ডিসেম্বর উপজেলার পাইকপাড়া আজগর আহাম্মদ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং জাল ভোট প্রদান করা হয়। এসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি প্রার্থী আব্দুল আলী হাইকোর্টে গত ২২ ডিসেম্বর একটি রিট আবেদন করেন (রিট পিটিশন নং-১৩৬৩১/২০১৫ইং)। ওই রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিজ্ঞ বিচারক আজগর আহাম্মদ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের ফলাফল স্থগিতের আদেশ প্রদান করেন।