দেশ নাটগোষ্ঠীর নৃত্য ও সঙ্গীত বিভাগে ভর্তি চলছে
শায়েস্তাগঞ্জের ঐতিহ্য বাহী নাট্য সংগঠন দেশ নাটগোষ্ঠীর নৃত্য ও সঙ্গীত বিভাগে ভর্তি চলছে।
সংগঠন সুত্রে জানাযায় সীমিত আসনে নতুন বছরে নতুন প্রশিক্ষনার্থী ভর্তি চলছে।
অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক দ্বারা প্ররিচালিত।
সুন্দর – মনোরম পরিবেশে প্রশিক্ষনের ব্যবস্থা,
সমৃদ্ধ সিলেবাস অনুযায়ী ৫ বছরের বেসিক কোর্স।
সঙ্গীত বিভাগে আছে ছড়া গান, নজরুলগীতি, রবিন্দ্রসঙ্গীত, লোকগীতি, দেশের গান, শাস্ত্রীয় সঙ্গীত।
নৃত্য বিভাগে আছে সাধারন নৃত্য, ক্ল্যাসিক নৃত্য, লোক নৃত্য, মডার্ণ ড্যান্স।
ষ্টেইজ প্রোগ্রামের জন্য শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা।
বছরে ২টি পরীক্ষা র ব্যবস্থা।
সেরা শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার ও স্মারক প্রদান করা হয়।
আগ্রহীরা আগামী ২০ জানুয়ারী ২০১৫ এর মধ্যে ভর্তীর জন্য যোগাযোগ করুন
দেশ নাট্যগোষ্ঠী
কার্যালয়
শায়েস্তাগঞ্জ -হবিগঞ্জ সি এন জি অটোরিক্সা স্ট্যান্ড সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার দাউদ নগর,শায়েস্তাগঞ্জ।
০১৭১৯১৪৯৭৭৮/ ০১৭১১০০৭১৫৮/ ০১৭৫৭০৫৫৬০৩/
০১৭৫৫৩১৮২৮৭/ ০১৭১৮৯০২২০৭(সুমন)