তোফাজ্জল হোসেন : হবিগঞ্জের মাধবপুর উপজেলা বাঘাসুরা ইউনিয়েনে মানিক পুর গ্রামে ১২ই রবিউল আওয়াল মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আগমন উপলখ্যে হযরত সুরূজ শাহ্ সমাজ কল্যান যুব সংঘের উদ্দ্যেগে গত কাল বিকাল ৩ ঘটিকায় একটি আনন্দ র্যালি বের হয় । উক্ত র্যালি টি হযরত সুরূজ শাহ্ এর মাজার প্রঙ্গনে এসে মিলাদ ও দোয়া করা হয় এবং তাবারক বিতরণ করা হয়।
উক্ত র্যালিতে অংশ গ্রহন করেন, মাওলানা মোঃ নানু মিয়া ১১নং ইউ/পি সভাপতি , মাও: আবু ইউসুফ শিক্ষক ছালেহাবাদ দাখিল মাদ্রাসা, মাওঃ আব্দুল লতিফ মাওঃ আব্দুল কুদ্দুস এছাড়া এলাকার মুরবী”এবং অএ সংঘঠনের সভাপতি মহিবুল হাসান তুহিন, সাধারণসম্পাদক কবির মিয়া, রিপন, রায়হান , অনিক, জুলহাস, কুদ্দুস, মুখলেছ, প্রমূখ।