এস এইচ টিটু : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর গ্রামে একরাম শাহ মাজার পাঙ্গনে মরহুম জলফু মিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট টিভি কাপ-২০১৫ এর খেলার উদ্ভোধনী অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিশিষ্ট মুরুব্বী হাজী মোক্তার হোসেন এর সভাপতিত্বে মরহুম জলফু মিয়ার সুযোগ্য সন্তান ফজল মিয়ার পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-৭ নং নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজী আদনান, আব্দুল কদ্দুছ তালুকদার সেবন,মাসুদ চৌধুরী,নূরপুর একাদশের সাবেক খেলোয়াড় সাংবাদিক এস এইচ টিটু,বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটের নাজমুল হোসেন, ইছাক আলী ময়না মিয়া,সাবেক ফুটবলার আক্তার হোসেন, কবির মিয়া,ফরিদ মিয়া,আব্দুল কাদের আছাদ,বাবলু,সাজু মিয়া,রফিক মিয়া,মোবারক হোসেন পিন্টু,অলি হোসেন লেচু,আকছির মিয়া,রিপন প্রমুখ।
মরহুম জলফু মিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে।
উদ্ভোধনী খেলা-নূরপুর আব্দুল মতিন লিলু সৃতি একাদশ বনাম চুনারুঘাট একাদশের মধ্যে খেলা অনুষ্টিত হয়।
উক্ত খেলায় – চুনারুঘাট একাদশ প্রথমে বেট করে-৯১ রান করে ১০ উইকেটে।
অপরদিকে দ্বিতীয় ইনিংসে-নূরপুর আব্দুল মতিন লিলু সৃতি একাদশ ৯২ রান করে জয়ী হয়।
এই টুর্নামেন্ট মাস ব্যাপী চলবে বলে জানায় আয়োজকরা।