চুনারুঘাট থেকে : হবিগঞ্জের চুনারুঘাটে ডিসিপি হাই স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুরিয়া ডিসিপি হাই স্কুলে বিনামূল্যে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামছুন্নাহার।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী।
বিশেষ অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন। ১৪৫২জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই বিতরণ করা হয়।