স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে:
মাধবপুর ও চুনারুঘাট উপজেলার পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় মদ, ১২ কেজি গাঁজা ও ৬২০ বোতল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-বৃহস্পতিবার ভোররাতে মনতলা সীমান্ত ফাঁড়ি হাবিলদার মোঃ রুহুল আমিনের নেতৃত্বে বিজিবি টহলটল দল উপজেলার সুরমা চা বাগানের ২০ নং এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ ও ৬২০ পিছ ট্যাবলেট উদ্ধার করেন। এছাড়া সাতছড়ি সীমান্ত ফাঁড়ির হাবিলদার সুশিল কুমারের নেতৃত্বে বিজিবি টহলদল ৫৬ বোতল ভারতীয় মদ এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।