হামিদুর রহমান,মাধবপুর থেকে-
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিকের পক্ষে বিএনপির কেন্দ্রেীয় যুগ্ম মহাসচিব ও পৌর নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান গণসংযোগ শেষে এক পথসভায় বক্তব্যে বলেন- সারা দেশে ধানের শীষে’র গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ গণজোয়ার দেখে সরকার ভীত হয়ে ফলাফল তাদের পক্ষে নেয়ার জন্য পায়তারা শুরু করেছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। যাতে গণরায় ছিনতাই করে নিয়ে যেতে না পারে। বুধবার সকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় আরও বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় মনিটরিং সেলের সদস্য সচিব ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সাবেক এমপি শাম্মি আক্তার শিফা, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রশিদ এমরান, এড.কামালউদ্দিন সেলিম, কেন্দ্রীয় যুবদল সদস্য মহিবুল ইসলাম শাহিন, মাধবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বুল্লা ইউ/পি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, আদাঐর ইউ/পি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, বিএনপি নেতা মশিউর রহমান বাদশা, ওমর আলী মাষ্টার, মাসুদ আলী, উপজেলা যুবদল সভাপতি এনায়েতউল্লাহ, সাধারন সম্পাদক কবির আহম্মদ চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি মাসুক মিয়া, সাবেক সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি হাজী ফিরোজ মিয়া, সহসভাপতি শফিকউদ্দিন খান, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক ফরিদুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, পৌর আহবায়ক আহব্বায়ক আলমগীর কবির,সিনিয়র যুগ্ন আহব্বায়ক আল মামুন, জাসাস নেতা শামসুল ইসলাম ,ছাত্রদল নেতা হামিদুর রহমান রাজুসহ শতার্ধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।