এম এস জিলানী আখনজী : গতকাল বুধবার চুনারুঘটে আমুরোডের গোছাপাড়াস্থ শাহ্শামছুদ্দিন আখনজী (রহ:) ইসলামী একাডেমীতে দুপুর ১২ ঘটিকায় প্রাথমিক সমাপনী বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানের অধ্যক্ষ কুতুব উদ্দিন আখনজীর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরুহয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আহম্মদাবাদ ইউ,পি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ,সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক এম এস জিলানী আখনজী। অভিভাবক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শামছুল আলম ফুল মিয়া, মহিউদ্দিন আখনজী,খালেক সরদার,আব্দুল করিম,জামাল উদ্দিন আখনজী,আকছির মিয়া,ফিরোজ খাঁন,মো: মরম আলী,আ: হান্নান,শাহীনুল হক শাহীন,শাহীদ উদ্দিন আখনজী,ওয়াহিদ উদ্দিন আখনজী, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষীকাবৃন্দ সাব্বির হো: সাগর,সুমা, রিফা আক্তার,শামছুন্নাহার রিফা,জলি, চম্পা খুলি প্রমূক। উল্লেখ্য যে, ২০১৩ইং সালে ১১ টি জি.পি এ-পাইভ ও ৮টি ভিত্তি পেয়েছে,তন্মধ্যে ৬টি টেলেন্টপোল ও ২টি সাধারন ভিত্তি ছিল। এবছর ১৪ইং সালে প্রাথমিক সমাপনি পরিক্ষায় ১২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে,তন্মধ্যে ৪ জন জি.পি এ-পাইভ পেয়ে শতভাগ পাশ। নার্সারী থেকে কেজি ৫ম শ্রেণী পর্যন্ত ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার তুলেদেন স্থানীয় চেয়ারম্যান সনজুচৌধুরী।