বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী শফিক উদ্দিন কে সংবর্ধনা প্রদান করা হয়। চেয়ারম্যান পদপ্রার্থী স্বদেশ গমন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর পয়েন্টে ইউনিয়নবাসীর ব্যানারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী তবারক আলীর সভাপতিত্বে ও মোশাহিদ আলীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী সফিক উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ইছরাক আলী, নূর আলী, আবদুস শুকুর জিহাদী, মদরিছ আলী, ছালিক মিয়া, তরুণ সংগঠক আবদুর রব, জয়নাল মিয়া, হেলাল মিয়া, মখই মিয়া, ফয়জুর রহমান, আছকির আলী, মাওলানা ফারুক আলী, লিটন মিয়া, আয়াছ আলী, তোরাব আলী, জিয়া উদ্দিন, মখদ্দুছ আলী, মস্তফা মিয়া, রাকিব আলী, আবদুল মজিদ, আবুল ওয়েদা, রাজু মিয়া প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা জানান এলাকাবাসী।
সংবর্ধিত অতিথির বক্তব্য শফিক উদ্দিন বলেন, এলাকাবাসীর সেবা করতে দেশে এসেছি। তিনি এলাকাবাসী সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিক উদ্দিনকে শতাধিক মোটর শোভাযাত্রা করে তার নিজ বাড়ি উপজেলার হরিকলস (মজলিস ভোগসাইল) গ্রামে নিয়ে যায় হয়।