খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচন উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এমরানুল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তন্ময় ইসলাম, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমুল্য কুমার চৌধুরী।
বক্তব্য রাখেন চুনারুঘাট আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাইফুল আলম রুবেল, সাংবাদিক সালেহ উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কাউন্সিলর প্রার্থী রইছ উল্লাহ, রহম আলী, কামাল উদ্দিন মিলন, মর্তুজ আলী সরদার, ফারুক মেহেদী, আকছির ভান্ডারী প্রমুখ।
সভায় সুষ্ঠু ও সুন্দরভাবে আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের সম্পন্ন করার জন্য আহবান জানানো হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে প্রার্থী তাদের সমর্থকদের সহযোগিতা ও নির্বাচনের আচরনবিধি মেনে চলতে বলা হয়।