বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে গাঁজা’সহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। তারা হচ্ছে উপজেলার রামাপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র শানুর আলী (৪৩) ও ফিরোজ আলীর পুত্র ফরিদ মিয়া (২৫)। বুধবার দিবাগত রাতে শানুর আলীর গাাঁজর আসর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১শত গ্রাম গাঁজা, ২টি খলকি, গাঁজা কাটার ১পিছ কাঠ ও ১টি কাঠার উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদি হয়ে ওইদিন রাতেই থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৮(১২)১৫।
আটকের পর শানুর আলীকে ০৮সালের একটি মামলায় পলাতক দেখানো হয়।
মামলা নং- জি আর ১৩/০৮। এছাড়াও আটক হওয়া শানুর আলীর বিরুদ্ধে আরও একটি মামলা ও একটি সাধারণ ডায়েরী রয়েছে। শুধু তাই নয় শানুর আলী দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনে সরকারি ভুমি দখল করে ফার্মেসি ব্যবসা চালিয়ে যাচ্ছে।
তার বিরুদ্ধে গাঁজা ব্যবসা, জবর দখল ও নিজ চাচাতো ভাইয়ের সাথে চাঁদাবাজি’সহ বিস্তর অভিযোগ রয়েছে।
গাঁজাসহ আটকের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ আবদুল হাই বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে। আটককৃত শানুর একজন পলাতক আসামিও।
তার বিরুদ্ধে থানায় ওয়ারেন্ট রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।