মোঃ রহমত আলী ॥ বানিয়াচঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় পরাজয় মেনে না নিতে পেরে এসএসসি পরীক্ষার্থী প্রতিযোগী বিজয়ী মোঃ হৃদয় আহমদ (১৮) কে ছুরিঘাত করে পরাজিত খেলোয়ার। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টায়।
গুরুতর অবস্থায় হৃদয় আহমদ কে হবিগঞ্জ সদর আধূনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায়, উপজেলার তকবাজ খানী জামিয়া রেদয়ানা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করে।
দৌড় প্রতিযোগতিায় ওই মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী মোঃ হৃদয় আমদ অংশ নেয়। খেলায় হৃদয় আহমদ ১ম স্থান লাভ করে বিজয়ী হয়। অপর প্রতিযোগী পরাজয় মেনে না নিতে পেরে সে মুখোশ পরিধান করে হৃদয় আহমদ কে পেটে ছুরিঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হৃদয় কে স্থানীয়রা উদ্ধার কওে হাবগঞ্জ সদও আধুনিক হাসপাতালে ভর্তি করেণ।