মোঃ রহমত আলী ॥ ৮ম জাতীয় বেতন স্কেলে বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রেখে ৬দফা আদায়ের দাবীতে সরকারী কর্মকর্তা কর্মচারীদের মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির আয়োজনে হবিগঞ্জ জেলা প্রশাসক কর্যালয় সংলগ্ন প্রধান সড়কে উক্ত মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।
বুধবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত চলা কালীন মানব বন্ধনে অংশ নেন উপজেলা কৃষি বিভাগ, শিক্ষা বিভাগ, এলজিইডি, সমাজ সেবা অধিদপ্তর, প্রাণী সম্পদ বিভাগ, স্বাস্থ্য বিভাগ,বিআরডিবি ও মৎস্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীগণ। দাবী না মানলে আগামী ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতি দিন ১ঘন্টা কর্মবিরতী পালন করবেন।