এম এ আই সজিব ॥ মিরপুর-শ্রীমঙ্গল সড়কের বড়গাঁও নামকস্থানে ট্রাকের ধাক্কায় রজব আলী (৭০) নামের এক বৃদ্ধ মৃত্যুপথযাত্রী। তিনি বাহুবল উপজেলার ওই গ্রামের মৃত নজবত খাঁর পুত্র। গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, মিরপুরগামী একটি মালবোঝাই ট্রাক উলেখিতস্থানে রজব খাঁকে ধাক্কা দেয়। এতে তার বাম পা ভেঙে যায় এবং তিনি মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। জনতা ট্রাকটি আটক করলেও মাদকাসক্ত চালক পালিয়ে গেছে।