এস এইচ উজ্জল : হবিগঞ্জের মাধবপুর উপজেলা মানিকপুরে ডাঃ মহিউদ্দিন উচ্চ বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদার বিনু মিয়া । সভাপতিত্ব করে অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজামেল হক হায়দার, এছারা উপস্হিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ জামান, হাজী নূর মিয়া, বজলু মিয়া,
দৈনিক মানবকষ্ঠ মাধবপুর উপজেলা প্রতিনিধি, এস এইচ উজ্জল, অভিবাক সদস্য সুলতান আহম্মেদ চৌঃ, মোঃ তোফাজ্জল হোসেন, কেলু, ও শিক্ষক শিক্ষকা, অনপূনা গুপ্ত, মোছাঃ মোনোয়ারা খাতুন, বাবুল হোসেন, নার্জনীন বেগম, তাছমিন ইসমিন, অবনি মহন বিশ্বাস , রফিকুল ইসলাম , খালেদ মাসুদ, সালমা আক্তার, ফরূক মিয়া, ইমরান, সভা পরিছারনায় করেন মাওঃ ফয়েজ উদ্দিন আহম্মেদ প্রমুখ