মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।। ১২ই রবিউল আউয়াল নূর নবী হযরত মোহাম্মাদ সাঃ এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। সৃষ্ঠিকূলের মহা আনন্দের দিন অর্থাৎ ঈদে আযম “ঈদে মিলাদুন্নবী সাঃ” যে দিনটি সরকারি ছুটি পালন করা হয়।
এই মহান দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে প্রতি বছরের ন্যায় এবার বিশাল কর্মসূচি হাতে নিয়েছে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ। আগামী ১১ রবিউল আউয়াল সকাল ১০টা থেকে বর্তমান পীর সাহেবের নেতৃত্তে এক আনন্দ মিছিল বের করা হবে।
মিছিলটি ফান্দাউক-মোড়াকরি সহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করবে। মিছিল পরবর্তী দরবার শরীফ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এবং বাদ আসর থেকে সারারাত্র ব্যপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদুন্নবী সাঃ এর সকল কার্যক্রমকে সফল করার জন্য পীর ভাই মুহিব্বীন ভক্ত মুরিদ সকল মুসলমানকে দরবার শরীফের মূখপাত্র আল্লামা আলহাজ্ব সৈয়দ মঈনুদ্দীন আহমাদ সাহেব আহ্বান করেছেন।