এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে জাল টাকাসহ আন্তঃজেলা জাল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদেরক কাছ থেকে ৫ লাখ ৪৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদেরকে হাজির করে সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ। আটক প্রতারকরা হল, মৌলভীবাজার জেলার রাজনগর থানার ভুজগুল গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র খালেদ মিয়া (৩৫) ও ইসাপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র বুলবুল মিয়া (৩০)।
পুলিশ জানায়, সোমবার বিকালে নবীগঞ্জ উপজেলার শতক বাজারে খালেদ মাছ কিনতে গিয়ে একটি জাল ১ হাজার টাকার নোট দেয়।
ব্যবসায়ীদের সন্দেহ হলে তাকে আটক করে তলাশী চালিয়ে লুঙ্গির প্যাচ থেকে আরো ৬টি জাল নোট উদ্ধার করে নবীগঞ্জ থানায় খবর দেয়া হয়। নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং রাতভর জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে খালেদ দেওয়া তথ্য মতে মৌলভী বাজার জেলার রাজনগর থানা চাদনীঘাট এলাকায় সে ইসাপুর গ্রামের বুলবুলের মাধ্যমে ওই টাকা বিভিন্নস্থানে ছড়িয়ে দেয়।
পরে নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার ভোরে চাদনীঘাট এলাকায় সে ইসাপুর গ্রামের বুলবুলের বাড়ি থেকে তাকে আটক করে। তার দেখানো মতে ঘরে থাকা ১ হাজার টাকার নোট ৫ লাখ ৪০ হাজার টাকা জব্দ করে। উদ্ধার করা জাল নোট সকঠি ১ হাজার টাকার নোট।
গতকালই আটককৃতদের কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাকসুদুর রহমান মনির জানান, নির্বাচন উপলক্ষে অস্থিরতার সুযোগে হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলায় জাল টাকা সরবরাহ করে আসছিল। রিমাণ্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে আরো তথ্য বেরিয়ে আসবে।