ডেস্ক : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোর রাত ৪টায় তাকে হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।
এর আগে বুধবার রাত প্রায় সোয়া ৭টার দিকে আরিফ বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগার থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কতব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে ঢাকা পাঠানোর পরামর্শ দেন।