হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জ শহরের একতা ফেব্রিক্সের কর্মচারী সন্তোষ চৌধুরীর লাশ মাধবপুর থানা পুলিশ উপজেলার নয়াপাড়া সায়হাম কটন মিল এলাকা থেকে উদ্ধারের পর সোমবার মাধবপুর থানায় খুনের মামলা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয় গত ১৯ ডিসেম্বর সকালে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার একতা ফেব্রিক্সের কর্মচারী আজমিরীগঞ্জের জিলুয়া গ্রামের মনোরঞ্জন চৌধুরীর ছেলে সন্তোষ চৌধুরী মালিকের কাপড় কেনার জন্য নরসিংদীর উদ্দেশ্যে রওয়ানা হয়। পরদিন ২০ ডিসেম্বর স্থানীয় লোকজন গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির লাশ উল্লেখিত স্থানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সুহেল রানা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সন্তোষের স্বজনরা তার লাশ সনাক্ত করে। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত কেএম আজমিরুজ্জামান জানান, তাকে পরিকল্পিতভাবে গলায় শ্বাসরূদ্ধ করে হত্যা করা হয়েছে।
মামলাটি তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুহেল রানা তদন্ত করে খুনিদের গ্রেফতারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।