স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় মায়ের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে আকলিমা আক্তার নামে ৮ম শ্রেণীর স্কুলছাত্রী। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আকলিমা একই গ্রামের মোতালিব মিয়ার কন্যা। সে বক্তারপুর হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী।
স্কুল ছাত্রীর পিতা মোতালিব মিয়া জানান, সকালে আকলিমার মা তাকে গালিগালাজ করলে মায়ের উপর অভিমান করে কীটনাশক পান করে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।