নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পৌরসভার ৫নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর এটিএম সালামের পক্ষে গত কয়েক দিন ধরে দিন-রাত গনসংযোগ ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা প্রার্থনা করছেন তার স্কুল পড়–য়া পুত্র সাদিক আহমদ শান্ত সালাম।
গতকাল এটিএম সালামের স্কুল পড়–য়া পুত্র সাদিক আহমেদ শান্তকে তার পিতার জন্য পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিপুর, পিরিজপুরসহ বিভিন্ন স্থানে গনসংযোগ করতে দেখা গেছে।
এ সময় শান্ত ৫নং ওয়ার্ডে তার পিতার বিগত ১০ বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের টেবিল ল্যাম্প মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
পিতার পক্ষে স্কুল পড়–য়া ছেলের ভোট ভিক্ষা প্রার্থনায় ভোটার মধ্যে ব্যাপক সারা পড়ে। শান্ত বলেন, তার পিতা নির্বাচিত হলে অতিতের ন্যায় আজীবন মানুষের পাশে থেকে কাজ করবেন। মানুষের সুখ-দুঃখে সব সময় কাছে থাকবেন।
গনসংযোগ কালে উপস্থিত ছিলেন- ইমন, মোহন, শাওন, টিটু, সাখের, খালেদ, মামুন, কামরুল, আকবর, করিম, রুবেল, রিওন, রিন্টু, মোর্শেদ, রোমন, নয়ন, রাহি, পারভেজ, ফাহিম, প্রমুখ।