রংপুর : রংপুরের বদরগঞ্জে বুধবার রাতে দাবিকৃত নেশার টাকা না পাওয়ায় কুপিয়ে পুত্র রায়হান কবিরকে (২৬) হত্যা করেছেন পিতা আমিনুল ইসলাম। পুলিশ ঘাতক পিতাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
বদরগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম নতুন বার্তা ডটকমকে জানান, উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মোসলমারি নয়াপাড়ার আমিনুল ইসলাম (৪৭) নেশা করতো। তার এক ছেলে এক মেয়ে আছে। ছেলে রয়হান কবির ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। মঙ্গলবার নবজাতককে দেখার জন্য বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যায় পিতা আমিনুল পুত্র রায়হানের কাছে নেশার টাকা চান।
এ নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে আমিনুল ধারালো দা দিয়ে পুত্র রায়হানকে কোপান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর কাছ খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ঘাতক আমিনুলকে গ্রেফতার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রায়হানের স্ত্রী রুপালী বাদী হয়ে হত্যা মামলা করেছেন।