এম এ আই সজিব ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দৈওতল গ্রামে বাবলী বেগম নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে মোতাহির মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১২টার দিকে পুলিশ তাকে আটক করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আনোয়ার হোসেনের কার্যালয়ে হাজির করলে এ দণ্ডাদেশ দেয়া হয়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের দৈওতল গ্রামের কনা উলার বড় পুত্র মর্তুজ আলীর স্ত্রী বাবলী বেগমকে প্রায়ই নির্যাতন করতো তার ছোট পুত্র ও গৃহবধূর দেবর মোতাহির মিয়া। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়। এতে কোন সুরহা না হওয়ায় গত ২১ অক্টোবর গৃহবধু বাবলী বেগম নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিলাহর বরাবর দেবরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। গত রবিবার সকালে মর্তুজ মিয়ার বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহবধূ বাবলীকে ঘরে একা পেয়ে ফের উত্যক্ত শুরু করে মোতাহির। বিষয়টি থানা পুলিশকে জানালে নবীগঞ্জ থানার এস আই নূর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোতাহিরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরে ১২টার দিকে তাকে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আনোয়ার হোসেনের কার্যালয়ে হাজির করলে বিচারক মোতাহিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
গতকালই তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়।