স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমান হেলালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শহরের পইল সড়কে অভিযান চালায়।
এসময় ওই প্রার্থীর পোষ্টারে প্রেসের নাম ও কপির সংখ্যা না থাকায় পোষ্টার জব্দ করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করে সদর থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথসহ একদল পুলিশ।