স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নকল স্বর্ণ বিক্রেতা সাহেব আলী (৪০) সহ তার সহযোগী আছকির মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে থেকে তাদের আটক করে।
আটক আছকির মিয়া হবিগঞ্জ পৌর শহরের অনন্তপুর এলাকার মৃত আব্দুল মনাফের পুত্র ও সাহেব আলী মোহনপুর এলাকার মৃত ইদ্রিছ আলীর পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদরে বিরুদ্ধে নকল স্বর্ণ বিক্রির অভিযোগ রয়েছে।
পুলিশ আরো জানায়, নকল স্বর্ণ বিক্রেতার গডফাদার সাহেব আলী এ পর্যন্ত ৬৩ বার পুলিশের হাতে আটক হলেও জামিনে বেরিয়ে এসে ফের এ ব্যবসায় জড়িয়ে পড়ে।