মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোর রাতে শাহপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে মোঃ রুকু মিয়া (২৫), মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মোঃ আবু আলীর ছেলে জুয়েল মিয়া (২৩)।
থানার এসআই মমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।