বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার বিশ্বনাথ সদর ইউনিয়নের কাউন্সিল গত শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি আব্দুল গফ্ফারের সভাপত্বিতে ও হোসাইন আমহদ রাজনের পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আলীমউদ্দিন ও নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন হাফিজ মো. তাওহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন,লাহিন মিয়া। শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সহ-নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সহ-সভাপতি হাফিজ ইসলামউদ্দিন লতিফি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সদস্য নুরুল ইসলাম মুবিন, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা তালামীযের আহবায়ক জাকির আহমদ।
সভায় সর্বসম্মতি ক্রমে শাহেদ আহমদ শিপুকে সভাপতি ও লাহিন মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট ২০১৫-১৬ সেশনের কমিটি ঘোষনা করা হয়। সহ-সভাপতি জাকির আহমদ, সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক আলিমউদ্দিন, সহ-সাংগঠনিক বাইজিদ আহমদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান,সহ-প্রচার সম্পাদক নুরউদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ ফরাজী, অফিস সম্পাদক দিলোয়ার হোসেন, সহ-অফিস সম্পাদক সাইদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ইসমাইল আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক রাজন আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এমরানুল হক, সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাইয়ূম, সদস্য কাজী মাজহারুল আহমদ, শাহেদ আহমদ, আউয়াল হোসন, হাছান আলী, ইউসুফ আলী, জুবায়ের আহমদ, তানভির প্রমুখ।