এম এ আই সজিব ॥ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল কোর্টের টাইপিষ্ট কাম নকলনবীশ অসীম দাস (৩০) পরলোক গমণ করেছেন। গত শুক্রবার বিকালে ঢাকার ইসলামিয়া সেন্টার হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, পুত্র সন্তান রেখে গেছেন। গত ১২ ডিসেম্বর বেইন স্টোকে আক্রান্ত হলে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকার ইসলামিয়া সেন্টার হসপিটালে স্থানান্তর করা হয়। এতদিন তিনি আইসিসিওতে ছিলেন। ওইদিন রাতেই বানিয়াচং উপজেলার দীঘলবাগস্থ নিজ বাড়িতে তার দাহ সম্পন্ন করা হয়।
তার অকাল মৃত্যুতে কোর্ট ও আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।