স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ফৌজদারি আদালতের জিআর কোর্টে জীবনের ঝুঁকি নিয়ে কর্মচারিরা কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। যে কোন সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে বড় ধরে দুর্ঘটনা ঘটার আশংকা করা হচ্ছে। এতে কোর্টে রক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্টের সম্ভাবনা দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই কোর্টের অর্ধশতাধিক পুলিশ বিভিন্ন আদালতের নথিপত্র নিয়ে কাজ করছেন। পাশেই বৈদ্যুতিক ¯ইচ বোর্ড রয়েছে।
¯ইচ বোর্ডটিতে গুনে ধরেছে। ফলে ¯ইচগুলো কাজ করছে না। ওই অফিসের কর্মচারিরা অভিযোগ করেন বারবার গণপূর্ত বিভাগের প্রকৌশলীকে বলার পরও তারা কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। এতে করে তাদের জীবনের ঝুকিঁ বাড়ছ্ েযে কোন সময় শর্ট সার্কিটের মাধ্যমে আগুনে বড় ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে বলে জানান তারা।