সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে : ২০১৪ সালের সিলেট শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে এস সি) পরিক্ষায় শতকরা ৯৬.৫৭ ভাগ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতকার্য হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার তৎকালীন ১৯৬২ সালের স্থাপিত শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে এর মধ্যে পাশের সংখ্যা ১৬৯ জন কৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ১০ জন এ প্লাস, ৪১জন এ ও ৩৫ জন এ মাইনাস পেয়েছেন।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ও শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রমে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে এসসি) পরিক্ষায় ৯৬.৫৭ ভাগ শিক্ষার্থীরা কৃতকার্য হওয়ায় আভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।
আগামীতে এর চেয়ে ভাল ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান তিনি এ প্রতিনিধিকে জানান।