চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডস্থ দিদার কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আঃ হাইয়ের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়রক সালেহ আহমেদ খছরু ।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শামছুল হক তালুকদার, উপজেলা বিএনপি নেতা ও সাটিয়াজুরি ইউপি চেয়ারম্যান এডভোকেট সরকার মোঃ শহীদ, আবু সালেহ মোঃ শফিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছোবহান, আলহাজ্ব হুসাইন আলী রাজন, পৌর বিএনপির সহ- সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী,উপজেলা যুবদলের সভাপতি আঃ মতিন, সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক মিয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আঃ আওয়াল, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, যুগ্ম – আহ্বায়ক আজাদ তালুকদার, আঃ মান্নান রুমন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, যুগ্ম-আহ্বায়ক মঈনুল হাসান চৌধুরী সৌরভ, মোঃ শাহিন মিয়া প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে চুনারুঘাট পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন সামছুকে বিএনপির নির্দেশ মোতাবেক ধানের শীষে ভোট দিয়ে জয় করার আহ্বান জানান। পরে প্রধান অতিথি সকলকে নিয়ে ধানের শীষে প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন।