মিজানুর রহমান সুমন:- শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদন্ধিতা কারী প্রার্থী ও ভোটারদের নিয়ে সচেতনতা মুলক জনগনের মুখোমুখি অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকাল তিনটায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং ময়দানে সুজন হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এড্য ত্রিলোক কান্তি চৌধুরি বিজনের সঞ্চালনায় ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র প্রার্থী ফরিদ আহমেদ অলি ( ধানের শীষ), মো: ছালেক মিয়া ( নৌকা), হাজী আব্দুল মজিদ ( চামুচ), প্রভাষক জালাল উদ্দিন রুমি (মোবাইল ফোন), খালেদা বেগম (আম), রকিব আহমেদ (জগ)।
প্রত্যেক মেয়রপ্রার্থী ৫ মিনিট করে বক্তব্য দেয়া সুযোগ পেয়েছেন।
পরে উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হাতে হাত ধরে শপথ বাক্য পাঠ করেন প্রার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সদস্য এডভেকেট মুরালি দাস, আজমিরীগঞ্জ সুজনের সভাপতি সাইদুল আলম চৌধুরী প্রমুখ।