বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক দুইটি মামলা

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

৫৬৪৭এম এ আই সজিব ॥ হবিগঞ্জে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

 

শুক্রবার দুপুরে ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায় বাদী হয়ে সদর থানায় ডাকাতি এবং অস্ত্র আইনে এ মামলা দায়ের করেন। মামলায় আটক ৫ জনসহ ১০ জনের নাম উলেখ করে অজ্ঞাত আরো ২ থেকে ৩ জনকে আসামি করা হয়।

 

আহত আটক ডাকাতদের পুলিশ প্রহরায় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের মাউতপুর (ধুলিয়াখাল) নামক স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফজর আলী (৩০), লিটন মিয়া (২২), সাহেদ আলী (৪৭), সফিক মিয়া (২১) ও রাসেল মিয়া (১৯) কে আটক করা হয়।

 

এসময় পুলিশ দুর্বৃত্তদের কাছ থেকে ১টি পাইপ গান, ৩ রাউন্ড গুলি, ৪টি দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। পুলিশ জানায়, ওই এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ খবর শুনে ডিবি পুলিশ ঘটনাস্থলে সাড়াশি অভিযান চালায়।

 

এ সময় ডাকাতদের ধাওয়া করলে দুর্বৃত্তরা পুলিশকে গুলিবর্ষণ করতে থাকে। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ৫ ডাকাত সদস্য আহত হয় এবং এ সময় ৭ পুলিশ সদস্য আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!