স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় একই গ্রামের মালদার আলীর পুত্র তমিজ আলী (৫০) বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৪ আদালতে মামলা দায়ের করেছে। বিচারক মামলাটি আমলে নিয়ে প্রতিবেদন দেয়ার জন্য বানিয়াচং উপজেলার সহকারি কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে বাদির অন্ধ বোন জামাতা অশোক আলীর জায়গার উপর দিয়ে গ্যাস লাইন নেয়ার জন্য অধিগ্রহণ করে সরকার।
ক্ষতিপুরণ বাবদ সরকারের কাছ থেকে ৮ লক্ষ ৫৬ হাজার টাকা পাইয়ে দেয়ার কথা বলে নগদ ৫০ হাজার টাকা নেয় এবং ওই অন্ধ লোকের কাছ থেকে ৩শ টাকা সাদা স্টাম্পে সাক্ষর নেয়। এর পর থেকে মৃত হাজী আকবর হোসেনের পুত্র ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নানান রকম তালবাহানা শুরু করেন এবং কোন বাড়াবাড়ি না করার জন্য বাদিসহ তার বোন জামাতাকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন।
চেয়ারম্যান ও তার দলবলের হুমকির কারণে নিরাপত্তায় ভোগছেন বলে মামলায় উলেখ করা হয়। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।