হামিদুর রহমান,মাধবপুর থেকে : মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উৎযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রাত ১২টা ১মিনিটে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহানের নেতৃত্বে বিজয় র্যালি,শহীদ মিনারে পুস্তস্তবক অর্পণ,ষ্টেডিয়ামে আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াছ ও শরীর চর্”াপ্রদর্শন, তেলিয়াপাড়া স্মৃতিসৌধে পুস্পস্তবক অপর্ণ,দুপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান।
সংবর্ধনা উপকমিটির আহব্বায়ক কৃষি কর্মকর্তা আতিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোল্লা মুনির হোসেন, সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম, আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সুকোমল রায়, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম, ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধূ, সাবেক ডেপুটি কমান্ডার ফুল মিয়া, শিক্ষক তোফাজ্জল হোসেন খোকা মিয়া, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সহসভাপতি আইয়ুব খান, সাধারন সম্পাদক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান আলাউদ্দিন প্রমূখ।