সৌদিআরব প্রতিনিধি : আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নানা কর্মসূচি হাতে নিয়েছে।
দিবসটি উপলক্ষে আগামী রোববার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় রিয়াদের ২১ নম্বর এক্সিটের (বাংলা স্কুল সংলগ্ন) বাংলাদেশ দূতাবাসের শিফা কার্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
অনুষ্ঠানে রিয়াদ ও আশপাশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।