মোঃ মহিবুর রহমান, শায়েস্তাগঞ্জ থেকে ॥ মহানবীজয় দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের শানখলা মোল্লাবাড়িতে এলাকার গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন শানখলা মোল্লাবড়ির এস এম আমিন মিয়া (সৈয়দ মিয়া) এর পুত্র আ ফ ম সিরাজুল ইসলাম (শামীম) ডেপুটি ম্যানেজার , সাধারণ বীমা কর্পুরেশন ঢাকা। এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কাজটি তার নিজ উদ্যোগে করেছেন।
তিনি বলেন, সমাজের বিত্তবান যারা আছেন তারা যদি গরিব অসহায়দের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন তবে এই সকল অসহায় মানুষদের দুঃখ-দুর্দসা অনেকখানি লাঘব হবে। তার এই প্রয়াস যেন দিন দিন বৃদ্ধি পায় এজন্য সকলের দোয়া কামনা করেন।