এম এ আই সজিব ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম বাগুনিপাড়া গ্রামে কাউন্সিলর প্রার্থীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় কাউন্সিলর প্রার্থী মোঃ ইছন মিয়া (৪০)সহ একই পরিবারের মহিলাসহ ৫ জন আহত হয়েছে।
দুর্বৃত্তরা স্বণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আহত সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীররাতে ১০ থেকে ১৫ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডাঃ ইছন মিয়া, তার স্ত্রী জোসনা বেগম (৩৫), পুত্র সোহান (১৫), মাসুম (৯), কন্যা সুমি আক্তার (১০) ও বোন নাসিমা বেগম (২৫) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে লুটপাট চালায়। এসময় ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।
তখন ডাকাতদের হামলায় উলেখিতরা আহত হয়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা বাড়ির পেছনের দিক দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনার পর থেকে ওই গ্রামে ডাকাত আতংক বিরাজ করছে এবং লোকজন রাতজেগে পাহারা দিচ্ছেন।