মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নবীগঞ্জ লাল-সবুজ সাইক্লিং ক্লাবে’র উদ্যোগে গতকাল বুধবার বিকেলে বাই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এবং লাল-সবুজ সাইক্লিং ক্লাবে’র “আমার সোনার বাংলাদেশ, সবার চাইতে বেশ” শিরোনামের একটি থিম সং এর উদ্বোধন করা হয়।
পরে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিমিরপুর ব্রিজ হয়ে নবীগঞ্জ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। বাংলাদেশের স্বাধীনতার “গৌরবের ৪৪ বছর” এই মূল মন্ত্রকে সামনে রেখে তরুণ সাইক্লিস্টরা এই বিজয় দিবস রাইডে অংশ নেন।
শিক্ষক আলী আমজদ মিলনের নেতৃত্বে লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম তারেক, সম্পাদক মোজাহিদ আহমদ এবং প্রচার সম্পাদক আমিরুল ইসলাম অমি র্যালিটি পরিচালনা করেন। এতে অংগ্রহন করেন বোরহান রফিকুল, সামুয়াল, জাবের, ফাহিম, আপন, কাসেম, ইব্রাহীম, বাঁধন, জাহাঙ্গীরসহ প্রায় ৫০জন সাইক্লিস্ট।
আয়োজকরা জানান, বিজয়ের মাসে তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে এবং পরিবেশ বান্ধব বাহন হিসেবে সাইকেলের ব্যবহার বাড়াতে এই র্যালি করা হয়েছে।